ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩২
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্কিলোপেডিয়া কম্পিউটার প্রফেশনাল কোর্সের সনদ বিতরণ ও ল্যাব উদ্বোধন

শহর প্রতিনিধি- স্কিলোপেডিয়া কম্পিউটার কেয়ার সেন্টারের প্রফেশনাল কোর্সের সনদ বিতরণ ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের এসএসকে রোডের ডাক্তার পাড়ায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার এস.এম হামিদুল হক।

স্কিলোপেডিয়ার চেয়ারম্যান আবু ইউছুপের সভাপতিত্বে ও পরিচালক মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম (আইটি) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ফেনী ইউনিভার্সিটির লেকচারার আবু কাওছার। এসময় স্কিলোপেডিয়ার প্রশিক্ষক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন সরকার, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ও সহকারি পরিচালক আজিজ আল ফয়সালসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পরে ফিতা কেটে প্রতিষ্ঠানটির কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার এস এম হামিদুল হক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!