শহর প্রতিনিধি: ফেনীতে তরুন প্রকৌশলীদের স্বপ্ন দেখাতে স্কুল অব ইঞ্জিনিয়ার্সের আয়োজনে ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক প্রোগ্রাম “ক্যারিয়ার মিট আপ ফেনী” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমীতে ফেনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ৭ শ প্রকৌশল ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজ আহম্মদ চৌধুরী।
তিনি তার বক্তব্যে স্কুল অব ইঞ্জিনিয়ার্সকে এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে তরুন প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কুল অব ইঞ্জিনিয়ার্স’র প্রতিষ্ঠাতা প্রকৌশলী নাজিম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রশীদ চৌধুরী মাসুদ। তিনি তার বক্তব্যে সবাইকে একসাথে দেশ গড়ার কাজে শরীক হওয়ার আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. সাইফুদ্দিন শাহ, বাংলাদেশ বেতারের ডেপুটি স্টেশন অফিসার কামাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড’র এজিএম (আইটি) হাসান মাহমুদ।
ইঞ্জিনিয়ার আব্দুল মালেকের পরিচালনায় এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, আরটিভি-যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, ডিবিসি নিউজ-অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা,যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম,যমুনা টিভির প্রতিনিধি আরিফুর রহমান,এসএটিভির প্রতিনিধি মাইনুল রাসেল,বৈশাখী টিভির প্রতিনিধি রাজন দেবনাথ,দৈনিক সংবাদের প্রতিনিধি শাবিহ মাহমুদ, দৈনিক বনিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,দৈনিক ফেনীর সময়ের নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজম,ফেনীর কথা ডটকম সম্পাদক ও স্কিলোপেডিয়া আইটি সেন্টার ফেনীর ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন পাটোয়ারীসহ কর্মরত সাংবাদিক ও ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহ সিমেন্ট’র পৃষ্ঠপোষকতায় এ সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলেই স্কুল অব ইঞ্জিনিয়ার্স এর ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আগত প্রকৌশলীবৃন্দ এরকম আয়োজনে তাদের ক্যারিয়ারের উন্নতিতে অবদান রাখবে বলে মত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, স্কুল অব ইঞ্জিনিয়ার্স সারাদেশের তরুন প্রকৌশলীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে।