স্টাফ রিপোর্টার: ফেনীতে সড়ক দূর্ঘটনায় হাসিনা আক্তার (২৮) ও উম্মে হাফসা (২) নামে মা-মেয়ে নিহত হয়েছে। শনিবার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ রাজার দোকান সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ভাই আলী হোসেন জানায়,শনিবার সকালে শহরে বাবার বাসা থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে মেয়েসহ ফুলগাজীতে স্বামীর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন হাসিনা আক্তার।তাদের বহনকরী সিএনজিটি ফেনী ও পরশুরাম সড়কের কাজিরবাগ রাজার দোকান সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান হাসিনা আক্তার ও তার মেয়ে উম্মে হাফসা।
এসময় চালকসহ আরো দুইজন আহত হয়।ফেনী মডেল থানা পুলিশ নিহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহত হাসিনা আক্তার ফুলগাজী বিজয়পুর এলাকার সবুজের স্ত্রী।



