শহর প্রতিনিধি: ফেনীতে হাজী নজির আহম্মদ গ্রুপ ব্যাডমিন্টন লীগের ফাইনাল খেলায় এস.রহমান স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামপুর ক্রীড়া চক্র। বৃহস্পতিবার রাতে খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান হাজী নুর উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর আজম।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম আক্তার, পপি আক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।