ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর মেধাবী ছাত্র হিমুর চিকিৎসায় বামাকা ছাত্র ইউনিটের অনুদান প্রদান

প্রেস বিজ্ঞপ্তি: ফেনীর শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র ইরফান ইউনুস হিমুর চিকিৎসায় অনুদান প্রদান করেছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) ফেনী জেলা ছাত্র ইউনিট।

রবিবার বিকালে শহরের ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ছাত্র ইউনিটের সমন্বয়ক মাঈন উদ্দিন পাটোয়ারী, স্কিলোপেডিয়া আইটি সেন্টারের ট্রেইনার ইঞ্জিনিয়ার জাবেদুল হক চৌধুরী, দৈনিক নয়াপয়গামের ব্যবস্থাপনা সম্পাদক সাদ্দাম হোসেন, ত্রৈমাসিক ভাটিয়াল সম্পাদক আলমঙ্গীর মাসুদ, সংগঠনটির সদস্য ইমাম হোসেন, ইমন চৌধুরী ও হিমুর খালাতো ভাই ইনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।এসময় মেধাবী ছাত্র ইরফান ইউনুস হিমুকে সংগঠনটির পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!