শহর প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফেনী সদর উপজেলায় ৫ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) শুরু।এ উপলক্ষে মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো:মামুন।
এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাসেম,উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো:সাইফুদ্দিন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন,ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম,সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মামুন জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মত সারাদেশের ন্যায় ফেনী সদর উপজেলায় ৫ সেপ্টেম্বর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) শুরু হচ্ছে।শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠে উপজেলার ১২টি ইউনিয়নের খেলা নকআউট পদ্ধতিতে আন্ত:ইউনিয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় শর্শদী ইউনিয়ন ও বালিগাও ইউনিয়নের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি আরো জানান, জাতীয় টুর্নামেন্টের অংশ হিসেবে ফেনী সদর উপজেলার সকল ‘ইউনিয়ন দল’ সমন্বয়ে আয়োজন করা হবে উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট। এরপর উপজেলার বাছাইকৃত সেরা খেলোয়াড়রা সুযোগ পাবে জেলা পর্যায়ের টুর্নামেন্টে। সবশেষে বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই আসর। প্রতিভাবান খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ, বয়স বিবেচনায় বিকেএসপিতে ভর্তির সুযোগ, অন্যান্য খেলোয়াড়দের বাফুফে ডেভেলপমেন্ট উইংয়ের মাধ্যমে উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। জন্মনিবন্ধন সনদ, পিইসি/জেডিসি/এসএসসি বা সমমান পরীক্ষার সনদ অনুযায়ী ১ সেপ্টেম্বর যাদের বয়স ১৭ বছরের মধ্যে, তারাই ইউনিয়ন দলে খেলতে পারবে। চ্যম্পিয়ন ও রানার্স আপ দলকে স্থানীয়ভাবে ট্রফি ও পদক প্রদান করা হবে। শ্রেষ্ঠ খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার প্রদান করা হবে। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট ও ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।
১৩ সেপ্টেম্বর সেমিফাইনাল,১৫ সেপ্টেম্বর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হবে।ফাইনাল খেলায় এতে প্রধান অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী।