ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে নকল ঘি বিক্রি করায় দুই ব্যবসায়ীর ৭০ হাজার টাকা অর্থদন্ড:অর্ধটন নকল ঘি জব্দ

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে নকল ঘি বিক্রি করার অপরাধে ব্যবসায়ী আনোয়ার হোসেন ও আবুল বাশারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় অর্ধটন নকল ঘি জব্দ করে তা  ধ্বংস করে দেয় আদালত।মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সুত্র জানায়,শহরের বড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় অনুমোদীনহীনভাবে নকল ঘিসহ তাকিয়া রোডের ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনকে আটক করা হয় । ভিআইপি ও শাহী ব্রান্ডের ঘি বিক্রি করছিলেন তিনি।অভিযানে বের হয়ে আসে এই দুটো কোম্পানির কোন অস্তিত্ব নেই, এবং ব্যবহৃত বিএসটিআই এর নকল সিল। এ সময়  আনোয়ার হোসেনকে (৪০) ৫০ হাজার  টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। জব্দ করা হয় ৪০৮ কেজি ঘি।

পরে  শহরের পৌর হকার্স মার্কেটে এই নকল ঘি বিক্রির দায়ে বন্দুয়া এন্টারপ্রাইজের আবুল বাশারকে (৩১) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় ১০ লিটার ঘি। পরে জব্দকৃত ঘি ধ্বংস করা হয়।

একইদিন কলেজ রোডের মেসার্স আব্দুল কুদ্দুস পাম্প, মহিপালের হাজী নজির আহম্মেদ ফিলিং স্টেশন, মহিপাল ফিলিং স্টেশন, স্টার লাইন ফিলিং স্টেশন, মুহুরী ফিলিং স্টেশনে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পগুলোতে মাপে ডিজেল, অকটেন ও পেট্রোল সঠিক পাওয়া যায়। অভিযানে বিএসটিআই পরিদর্শক সাইফুর রহমান, ফিল্ড অফিসার আশিকুজ্জামান, পদ্মা, মেঘনা, যমুনা ওয়েলের ডেপুটি সেলস অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!