শহর প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ফেনীতে পূর্ব ঘোষিত মানববন্ধন ও গণপদযাত্রা কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ফেনী সরকারি কলেজ গেইটে মানববন্ধনে ফেনী জেলা কমিটির আহবায়ক রাকিব আল হাসান, যুগ্ম-আহবায়ক আরাফাত হোসেন মামুন, সাহাব উদ্দিন সুজন, মো: আরমান, হাসান ফরায়েজি, শুভ দাস ও তানভীর আহম্মেদ প্রমুখ শিক্ষার্থীরা অংশ নেন। বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের মহিপাল ফ্লাইওভারে অবস্থান নেয় কয়েকজন শিক্ষার্থীরা। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়’ শ্লোগান দেয় তারা।
সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করার বিষয়ে আন্দোলনকারীদের দাবী।



