শহর প্রতিনিধি: ফেনীতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,সিভিল সার্জন ডা:হাসান শাহরিয়ার কবির,
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমার বিকম, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ,হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত,ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে পিটিআই মাঠে আয়োজিত চার দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।