শহর প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই অমোঘ সত্য আরো একবার পরিষ্ফুট হবে সকলের সহযোগিতায়। হাসপাতালের বেড়ে শুয়ে প্রতিনিয়ত এমন স্বপ্নই দেখছে বোন ম্যারো ক্যান্সার আক্রান্ত ফেনীর শাহীন একাডেমীর ভোকেশনাল বিভাগের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র ইরফান ইউনুছ মজুমদার হিমু। ২০১৭ সালের ১০ ডিসেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করে পরিবার নি:স্ব হয়ে পড়েছে। এদিকে দুই সন্তানের মধ্যে বড় ছেলে হিমুর চিকিৎসা চলাকালীন গত ৩০ মার্চ তার বাবা ইউছুপ মজুমদার সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান। ছোট ছেলে আদনান ইউনুছ ফুলগাজীর আলী আজ্জম উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। একদিকে স্বামী হারা অন্যদিকে বড় ছেলে হিমুর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় জীবনযাপন করছেন তার মা বিবি হাজেরা। ছেলেকে সুস্থ করে তুলতে আরো ২৫-৩০ লাখ টাকা প্রয়োজন। তিনি সমাজের সর্বশ্রেনীর বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
সাহায্য প্রদান ও যোগাযোগের জন্য
বিবি হাজেরা,মোবাইল: ০১৬২১৪৪৬২৩২
সঞ্চয়ী হিসাব নং :- ২০৫০২০৩০২০৩৯৩৫৭০১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ক্যান্টনমেন্ট শাখা, ঢাকা,ইকবাল আহমেদ চৌধুরী
০১৮১৪৯৪৪৭২৯ (কাজিন) সঞ্চয়ী হিসাব নং :-১০৮০৩১০০০৬৬০৬ এনসিসি ব্যাংক লিমিটেড
পরশুরাম ব্রাঞ্চ, ফেনী।