আবদুল্লাহ রিয়েলঃ সোনাগাজী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আল মোমিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু প্রমূখ।
এসময় এনায়েত উল্লাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক, সোনাগাজী ফাযিল ছিনিয়র ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।