সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে (১৬) শ্লীলতাহানির চেষ্টার সময় সালাহউদ্দিন নামের এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার গুনক গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘ ধরে উত্ত্যক্ত করছিলেন একই এলাকার বখাটে সালা উদ্দিন। ছাত্রী বিষয়টি তাঁর মা-বাবাকে জানালে সালা উদ্দিনের পিতা-মাতাকে বিষয়টি জানান। এতে সালা উদ্দিন আরও বেপরোয়া হয়ে ওঠে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বের হলে বখাটে সালা উদ্দিন পেছন দিক থেকে মুখ চেপে ধরে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে বাড়ি ও আশ-পাশের লোকজন এগিয়ে এসে বখাটে সালাউদ্দিনকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। সে পেশায় একজন গাড়ি চালক।