শহর প্রতিনিধিঃ ফেনীতে স্বাধীনতা কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের নাজির রোডস্থ মাঠে শান্তনা স্পোটিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক গাজী খালেদ ইমাম জুয়েল ও পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু ।
এসময় জেলা ছাত্রলীগের সদস্য এখলাস উদ্দিন খোন্দকার বাবলু,পৌর ছাত্রলীগ নেতা শওকত ওসমান তুহীন,খেলা আয়োজক কমিটির এনএফ এপলু ভূঁইয়া,জাহিদ হোসেন,রবিউল হোসেন রবিন ও জাহিদুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।
খেলায় লালদল চ্যাম্পিয়ন ও সবুজ দল রানার্সআপ হয়।