ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪১
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাষা শহীদ সালামের বাড়িতে শ্রদ্ধা নিবেদন

ফেনীতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে ফেনী জেলা প্রশাসন।এরপর পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে ফেনী জেলা পুলিশ প্রশাসন, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, বীর মুক্তিযোদ্ধারা ও ভাষা শহীদ আবদুস সালামের পরিবার।

এরপর শহীদ মিনার সবার জন্য উম্মুক্ত করে দেওয়ার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ফেনী প্রেস ক্লাব,সাংবাদিক ইউনিয়ন ফেনী,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে দাগনভুইয়ায় ভাষা শহীদ আবদুস সালামের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়ি সালাম নগরে পুষ্পমাল্য অর্পণ করেছে ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভাষা শহীদ সালামের পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

এছাড়া দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, বিএনপি নেতা কাজী সাইফুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ।

এ সময় মাতৃভাষা দিবস উপলক্ষ্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!