ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারে ৩৮ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। রোববার দুপুরে শহরের রাজাঝি দীঘির পাড়স্থ হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার ফেনীর সভাপতি আবদুস সাত্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মীর হোসেন মীরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডা. নিয়াতুজজামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও বিশিষ্ট সমাজসেবিকা হোসনে আরা চৌধুরানী।
বক্তারা বলেন- সালেহ উদ্দিন ও হোসনে আরা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের সেবা কার্যক্রম উদ্বোধনের ফলে ফেনী জেলাসহ আশপাশের জেলার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পেতে আরো সহজতর হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান,পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।