ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদাদের উপর হামলা,নির্যাতন ও বাড়ী-ঘর ব্যবসা প্রতিষ্ঠান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ। শনিবার বিকালে ফেনী শহরের জয়কালী মন্দির থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরিষদের জেলা আহবায়ক শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শিবু প্রসাদ মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, হীরালাল চক্রবর্তী, বিমল চন্দ্র শীল, অমল বিশ্বাস, স্বাধীন মজুমদার, সাংবাদিক যতন মজুমদার, মাষ্টার অর্জুন নাথ, সুনিল চন্দ্র রায়, শিপন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, পরশুরাম থানার ওসি একটি মহলকে খুশি করতে পরশুরাম পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক দিপ্তি মাষ্টার ও পরশুরাম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী সহ একাধিক নেতাকে থানা ডেকে নিয়ে বিভিন্ন অজুহাতে হয়রানি করছেন।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করে বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে পরশুরামের ওসির নেতৃত্বে সংখ্যালঘু নেতাদেরকে যে অমানবিক নির্যাতন চলছে তা বন্ধ ও নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!