ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে ‘আ.লীগ আবার ফিরবে, জয়বাংলা’। এ ঘটনায় জড়িত সন্দেহে মসজিদের ক্যাশিয়ার জমির হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান পথচারীরা।তখন বিষয়টি জানাজানি হলে মুসল্লীদের মাঝে ক্ষোভ বিরাজ করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মসজিদের ক্যাশিয়ার জমির হোসেনকে আটক করে পুলিশ।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান,জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।
এ ঘটনায় মসজিদ কমিটিতে থাকা আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে মনে করছেন মুসল্লীরা।