ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫০
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দরবেশেরহাট পাবলিক কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশেরহাট পাবলিক কলেজের শিক্ষার্থীদের মাঝে শনিবার বিনামূল্যে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম।

কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট এম শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান ও সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম জহিরুল হক জনি। কলেজ পরিচালনা কমিটির সদস্য মো.কামাল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নুরুন্নবী মিঞা ও ব্যবসায়ী মো. হারুন প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!