ফেনী জেলা ছাত্র এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে বুয়েটের শিক্ষার্থী আবরারের স্মরণে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মঙ্গলকান্দি ইউনিয়নের জামেয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম মির্জাপুর মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।
সংগঠনের সোনাগাজী শাখার সিনিয়র সহ-সভাপতি সাহেদ সাব্বিরের সভাপতিত্বে ও ছাত্র এসোসিয়েশন সোনাগাজী শাখার সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্র এসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল সোহান মুরাদ, ফেনী মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফারহান ফুয়াদ, ফেনী জেলা ছাত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসিন সোবহান। এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্র এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক।এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক এবং “সমান্তর ধারা”-র প্রধান সমন্বয়ক তাসিন সোবহানের ব্যক্তিগত তহবিলের অনুদান এবং সোনাগাজী উপজেলা শাখার সৌজন্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম সাইফুল ইসলাম।