ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুমন ভৌমিক সিন্দুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিক। শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় ১১জন সদস্যের সম্মতিতে সুমন ভৌমিককে সভাপতি নির্বাচিত করা হয়েছে। অভিভাবক সদস্য মোহাম্মদ আলীর প্রস্তাবে ও দাতা সদস্য মনিরুল ইসলামের সমর্থনে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়া সুমন ভৌমিক প্রগতিশীল রাজনীতি ও সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত। সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন সুমন চন্দ্র ভৌমিককে অভিনন্দন জানিয়েছে। প্রসঙ্গত; সুমন ভৌমিক তাঁর শিক্ষা জীবনের শুরুতে ওই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তাঁর বাবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!