ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

২৭ ডিসেম্বর ফেনী শিশু নিকেতনের গ্র্যান্ড রি-ইউনিয়ন

ফেনী শিশুনিকেতন কালেক্টরেট স্কুল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্কুলের সাবেক ছাত্র- শিক্ষকদের গ্র্যান্ড রি-ইউনিয়ন শুক্রবার (২৭ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উদযাপন কমিটির আহবায়ক ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্কুলের সাবেক ছাত্র সাহেদ আকবর অভি এবং যুগ্ন আহ্ববায়ক বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশন (বিএসএ) এর সিইও এবং স্কুলের সাবেক ছাত্র মোঃমেহেদী হাসান শাহরিয়ার জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী ০২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব ও আইসিটি ডিভিশনের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী, জেলা ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

উদযাপন কমিটি জানায়, দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে অতিথিদেও ফুলের শুভেচ্ছায় বরণ, আলোচনা অনুষ্ঠান, সম্মাননা প্রদান, মধ্যহ্নভোচ, এলাইমনাইদের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!