ফেনী
শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
, ৭ই সফর, ১৪৪৭ হিজরি

ভয়াবহ বন্যায় ডুবছে মিয়ানমার

 

আন্তর্জাতিক ডেস্ক-মিয়ানমারের সেদাওগি বাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় ৫০টি গ্রাম। পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে গেছে। এতে এক হাজার ৭০০ একরের ওপর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আটকে পড়া গ্রামগুলোর বাসিন্দারা কোথাও যেতে পারছে না। পানের বরজগুলোতেও কেউ যেতে পারছে না। পানিতে ডুবেছে কলা, শিম ও অন্যান্য ক্ষেত।

১৪ অক্টোবর মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মাদায়া শহরে ওই বাঁধ ভেঙে যায়। এতে তীব্র সংকটে পড়েছে ওই এলাকার ৫৮০ জন কৃষক ও এক হাজার ৩০০ জন মানুষ। ২০১০ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা।

কো জাউ জাউ নামের আরেক গ্রামবাসী বলেন, ‘গ্রামবাসী পানসহ বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। তৃতীয়বারের মতো বন্যায় ফসলি জমিগুলো ডুবে গেছে। পানের প্রায় অর্ধেক বরজ ডুবে গেছে। রাস্তাগুলোও নতুনভাবে তৈরি করতে হবে।’

সূত্র: মিয়ানমার টাইমস

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!