ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে দাবীকৃত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার

 
সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজীতে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী জেসমিন আক্তার (২১ এর গায়ে আগুনে লাগিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্বামী আনোয়ার হোসেন ।

এ ঘটনায় রোববার রাতে উপজেলার মজলিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করছে পুলিশ ।
সূত্র জানায় ,উপজেলার চরশাহবিখারী গ্রামের মোঃ ইদ্রিস এর মেয়ে জেসমিন আক্তারের (২১) সাথে চরমজলিশ গ্রামের আবদুল খালেকের ছেলে আনোয়ার হোসেনের (৩২)সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয়।বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল আনোয়ার ।

একপর্যায়ে গত রোববার রাতে দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূ জেসমিনকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় পাষন্ড স্বামী আনোয়ার ।পরে তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় ।এ ঘটনায় জেসমিনের বাবা মোঃ ইদ্রিস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।পুলিশ ওই রাতেই আনোয়ার হোসেনকে করে।পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!