ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রতারণার জগতে সাহেদ আইডল : র‌্যাব

প্রতারণার জগতে সাহেদকে আইডল বলে মন্তব্য করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, সাহেদ প্রতারণাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যা সাধারণ মানুষের ভাবনার অতীত। প্রতারণাকে ব্যবহার করে এবং সাধারণ মানুষের সঙ্গে ঠগবাজি করে এমন একটি পর্যায়ে চলে গেছে, যা একটি অনন্য খারাপ দৃষ্টান্ত। মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাহেদের ছবির বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। কারও সঙ্গে কারও ছবি থাকা মানে এই নয় যেÑ তিনি তার পৃষ্ঠপোষক। যে কারও সঙ্গে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মানুষ ছবি তুলতে চাইবেই এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন কারও সঙ্গে ছবি তোলেন সেটি সৌজন্যবশত। এর পেছনে যদি কারও পৃষ্ঠপোষকতা থাকে, সেটি নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে খতিয়ে দেখবেন। যেকোনো মুহূর্তে সাহেদকে গ্রেফতার করা হবে জানিয়ে তিনি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে সারা দেশের
পাশাপাশি সীমান্তেও নজরদারি বৃদ্ধি করেছে। যাতে কোনোভাবেই সে দেশত্যাগ না করতে পারে। তার পাসপোর্ট আমরা জব্দ করেছি। সে যদি দেশত্যাগ করতে চায়, তাহলে সেটা তার জন্য অবৈধ পন্থা হবে। যাতে কোনোভাবেই দেশত্যাগ না করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকার পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। সাহেদ ছাড়াও অন্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবসহ আরও বাহিনী কাজ করছে।
আশিক বিল্লাহ বলেন, সাহেদ গানম্যান নিয়ে চলাফেরা করত। তার গানম্যান ও তাদের অস্ত্রের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। তার বিরুদ্ধে এখন পর্যন্ত র‌্যাব অর্ধশতেরও বেশি মামলার খবর পেয়েছে। এর বেশিরভাগই প্রতারণার মামলা। কারও কোনো অভিযোগ থাকলেও র‌্যাবকে জানাতে বলা হয়েছে। মানুষের সঙ্গে চেক নিয়েও প্রতারণা করেছে সাহেদ। যা ব্যাংক কর্মকর্তাদেরও বিস্মিত করেছে। এ ছাড়া অনেক শিক্ষার্থীকে জাল সনদ দিয়েছে। এতে তাদের ব্যক্তি ও শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!