ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনার জেরে এমনটি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মানাবে পার্কের সামনে কুমিল্লাগামী লেনে একটি গাড়ি দুর্ঘটনা শিকার হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
ট্রাক চালক আলম বলেন, ‘তেতৈতলা হাঁস পয়েন্ট হতে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না।’
গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরাতে গিয়ে কিছু সময় অতিবাহিত হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’