প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, বহু বছর পর প্রথমবারের মতো জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পাবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ড. ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করেন।
এসময় ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।