ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মিলনের বিবাহত্তোর সংবর্ধনা

 

কথা ডেস্ক-চ্যানেল নাইন ও দৈনিক আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি মো: জহিরুল হক মিলনের বিবাহত্তোর সংবর্ধনা শুক্রবার  দুপুরে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা সভাপতি নুরুল আবছার আপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেন্ডশীপ ক্রিকেটর ক্লাবের সভাপতি চৌধুরী আহম্মদ রিয়াদ আজিজ রাজীব, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা নব দম্পতির ভবিষ্যত জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে ১লা মে ফুলগাজী উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আমির হোসেনের একমাত্র মেয়ে সাবিহা বিনতে আমির রাফির সাথে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সওদাগর পাড়া কমর উদ্দিন ভূঞা বাড়ির মৃত আবু ইউছুপের ছেলে সাংবাদিক জহিরুল হক মিলনের বিবাহ সম্পন্ন হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!