ফেনী
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বগুড়ার দেড় হাজার প্রকৌশলীকে স্বপ্ন দেখালো স্কুল অব ইঞ্জিনিয়ার্স।

ঢাকা অফিস- ১৬ই মার্চ বগুড়া মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে উত্তরাঞ্চলের দেড় হাজার প্রকৌশলীকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাল স্কুল অব ইঞ্জিনিয়ার্স। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রছাত্রী এবং চাকরিজীবি প্রকৌশলীদের ডিজিটাল বাংলাদেশ গড়ার গল্প শুনালেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম ওমর এমপি ও বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার উপায় নিয়ে কথা বললেন বগুড়া পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, বগুড়া আইইবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, বগুড়া জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সিয়াম সিটি সিমেন্টের জেনারেল ম্যানেজার নাসির উল আলম এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম হাসান মাহমুদ। স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নাজিম সরকার ও সহ-প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন ছাড়াও  ইঞ্জিনিয়ার আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যলয়ের আইটি অফিসার আল আমিন ফরাজী, সাংবাদিক সাইফুল্লাহ আমান।

Career Meet Up

উল্লেখ্য স্কুল অব ইঞ্জিনিয়ার্স সারাদেশের তরুন প্রকৌশলীদের জন্য ক্যারিয়ার সচেতনতা ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা দিয়ে থাকে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!