স্টাফ রিপোর্টারঃ অবশেষে ফেনী-নোয়াখালী রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস। ৮ এপ্রিল দুপুর ১২ টা থেকে আনুষ্ঠানিকভাবে এ রুটে যাত্রা শুরু করবে বাসটি।এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন।
সুত্র জানায়, প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৭ টা থেকে দুইটি বিআরটিসি বাস যাতায়াত করবে। ক্রমান্বয়ে তা বাড়ানো হবে।