ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪১
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজী জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার সুপার কালিমুল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুৃর্নীতির অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া অাল জামেয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার ও পৌর জামায়াতের অামির কালিমুল্লাহর বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়ম ও মাদ্রাসার তহবিল অাত্মসাতের অভিযোগ উঠেছে।এ ঘটনায় সুপারের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দেন অভিভাবক সৈয়দ দীন মোহাম্মদ।

অভিযোগ সুত্রে জানা গেছে, কমিটির সভাপতি প্রকৌশলী অাহসান উল্যাহ ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর নিহত হন। সভাপতি নিহত হওয়ার পর নিয়ম বহির্ভূত ভাবে কমিটির সদস্য জনৈক রুহুল অামিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।যদিও তিনি বৈধ সদস্য নন। মাদ্রাসার বিভিন্ন খাতে খরচের বুয়া বিল ও ভাউচার তৈরি করে তহবিল অাত্মসাত করে অাসছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া প্রতিবছরের ন্যায় ২০১৭ সালেও বেতনসহ অানুসাঙ্গিক অাদায় প্রায় ৭ লক্ষ টাকা। কিন্তু ২০১৪ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষকেরা তাদের বেতন ভাতা পায়নি। তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনারও অভিযোগ রয়েছে।

এ ব্যপারে সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!