ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

দাগনভূঞায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার। উপজেলা ভাইস চেয়ারম্যান ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নাল আবদীন মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞা ও দাগনভূঞা থানার ওসি (তদন্ত) মো. ছমিউদ্দিন।

দাগনভূঞা পৌরসভার মেয়র ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ওমর ফারুক খানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপারের সহধর্মিনী মোনালিসা পারভীন,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন,সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মদ হায়দারসহ বিপুল সংখ্যক  ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সিন্দুরপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় এয়াকুবপুর ইউনিয়ন দল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!