ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে স্বপ্ন সাজাই’র বৈশাখী কনসার্ট

 

সোনাগাজী প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ-পহেলা বৈশাখের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’ ও সোনাগাজী মডেল থানার আয়োজনে থানা কম্পাউন্ডে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।বক্তব্য রাখেন স্বপ্ন সাজাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকেয়া প্রাচী,অতিরিক্ত পুলিশ সুপার(সোনাগাজী-দাগনভুইয়া সার্কেল) জুনায়েত কাওছার,মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বৈশাখ আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ, যা জাতি হিসেবে আমাদের ঐতিহ্য বহন করে। এর মধ্য দিয়ে আমাদের কাছ থেকে হিংসা বিভেদ ভুলে আমরা এক কাতারে আসি।
রোকেয়া প্রাচী বলেন, স্বপ্ন, উদ্যম, ভালবাসা ও প্রত্যাশা দিয়ে আমাদের নতুন বছর শুরু হোক এ কামনা করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে যে কাজগুলো করছি তারই একটি প্রতিচ্ছবি আজকের এ আয়োজন। এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের সবার মাঝে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ুক। বাঙালির হাজার বছরের সংস্কৃতি বৈশাখের আনন্দ সকলের মাঝে পৌঁছে যাক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!