ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে আড়াই কোটি টাকার মাদক ও গুলি উদ্ধার: তিনজনের কারাদণ্ড

 

শহর প্রতিনিধি : ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় আরামবাগ সুইমিং পুল সংলগ্ন স্থানে একটি বাসা থেকে সোমবার ২৫ হাজার পিস ইয়াবা, হেরোইন ও গুলি উদ্ধার করেছে জেলা প্রশাসনের মাদক বিরোধী ট্রাস্কফোর্স। এছাড়া অভিযানকালে অন্য স্থান থেকে গ্রেফতারকৃত আরো ৩ জনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

সূত্র জানায়, সোমবার জেলা প্রশাসনের মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা। দুপুরে পূর্ব উকিলপাড়ার আরামবাগ সুইমিং পুলের পিছনে ফারুকের বিল্ডিং এ অভিযান চালানো হয়। সেখানে শহরের ইয়াবার ব্যবসার ডন হিসেবে পরিচিত মাসুদের অফিসের কর্মচারী সাকিবের দোতলা বাসা থেকে ২৫ হাজার পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন ও বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্রের ২৯ পিস গুলি উদ্ধার করা হয়। আটককৃত মাদকের মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা। এসময় বাসার মালিক পারভীন বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এসব অবৈধ মালামাল মাসুদ নামের ওই ব্যক্তির। খবর পেয়ে মাসুদের অফিসে হানা দিলে অভিযান টের পেয়ে তালা লাগিয়ে সবাই পালিয়ে যায়। গ্রেফতার পারভীন বেগমসহ মাসুদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শককে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একইদিন ফেনী রেল স্টেশনের মাদক ব্যবসায়ী সালমা আক্তার জুবলী (৫০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জুবলীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ১০০ গ্রাম গাজা বহনের দায়ে শাহ আলম (৩৫) ও মো: কবির হোসেন (১৯) কে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, পরিদর্শক ইকবালুর রহমান সহ ব্যাটালিয়ান আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!