সদর প্রতিনিধি :ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া রাস্তার মাথা এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ শাহাদাত হোসেন সোহাগ নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার এসআই মাহবুবুর রহমান পিপিএম ও এসআই কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল রুহিতিয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়।
এসময় তালিকাভুক্ত ডাকাত শাহাদাত হোসেন সোহাগ (৩২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার সোহাগ ছাগলনাইয়া উপজেলার দক্ষিন সতর গ্রামের মৃত করিম উল্লাহ ড্রাইভারের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী জানান. সোহাগের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।