পরশুরাম প্রতিনিধি: পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,জেলা পরিষদের সদস্য এম শফিকুল হোসেন মহিম, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ খালেক ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক পাটোয়ারী।
এ সময় অন্যান্যের মাঝে বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, সাধারন সম্পাদক হানিফ রানা, খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনির আহম্মদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।