ফেনী
রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৫
, ৮ই সফর, ১৪৪৭ হিজরি

মাহাথিরের শপথ আজই

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ১৪তম জাতীয় নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদ। ৯২ বছর বয়সী মাহাথির ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ বৃহস্পতিবার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাচ্ছে বিরোধী জোট বারিসান ন্যাশনাল (বিএন)।

মাহাথির মোহাম্মদের জয় উপলক্ষে দেশটিতে দুই দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ও ১১ মে এ ছুটি কার্যকর হবে। তবে দেশটির যেসব অঞ্চলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেখানে রবিবার জাতীয় ছুটি কার্যকর হবে। খবর মালয়েশিয়া টুডের।
মাহাথির মোহাম্মদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। আজ সকাল সাড়ে ৯টায় ওই শপথ গ্রহণের অনুষ্ঠানের কথা ছিল, তবে তা স্থগিত করে নতুন সময় জানানো হয়। খবর স্ট্রেইট অনলাইনের।
বুধবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ভোট নেয়া হয় মালয়েশিয়ার এই জাতীয নির্বাচনে। ভোট গণনা শেষে গভীর রাতে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারাপান পেয়েছে ১২৬টি আসন। আর নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল (বিএন) জোট পেয়েছে ৭৯টি আসন।
মালয়েশিয়া ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকে ৬০ বছরের বেশি সময় দেশটির রাষ্ট্রক্ষমতায় ছিল বারিসান ন্যাশনাল (বিএন)। এই দলের নেতা হিসেবে ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর প্রধানমন্ত্রিত্ব করেন মাহাথির। ২০০৩ সালে রাজনীতি থেকে অবসর নেন তিনি। তাকে বলা হয় বিশ্বের সফল রাষ্ট্রনায়কদের একজন। সাম্প্রতিক সময়ে তিনি নিজ দল ও সরকারের নানা কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন। শেষমেশ রাজনীতিতে ফিরে অবস্থান নেন নিজের আগের দল বিএন ও শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে। এই বিপরীত অবস্থানের কারণ হিসেবে মাহাথিরের বক্তব্য- যে রাজনৈতিক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দলে থাকা লজ্জার।
পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে ফেরা প্রবীণ মাহাথিরের ওপর আস্থা রেখেছে মালয়েশিয়ার জনগণ। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার।
ভোটের ফল মেনে নিয়ে ইতোমধ্যে বার্তা দিয়েছেন দেশটিতে এত দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নাজিব রাজাক। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি নিজের সফলতার জন্য গর্ব করেছেন। এ ছাড়া তাকে এত দিন সমর্থন দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন নাজিব।
৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসেবে দুই বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এই শর্তেই বিরোধী জোট গঠনে সম্মত হন তিনি। দুই বছর প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটির জেলে থাকা আরেক রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিমকে নিঃশর্ত ক্ষমা করে মুক্তি দেবেন তিনি। এরপরই মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হয়ে ক্ষমতা গ্রহণ করবেন আনোয়ার ইব্রাহিম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!