শহর প্রতিনিধি: ফেনীতে টেপ এন পে (মেঘনা ব্যাংক মোবাইল ব্যাংকিং) মঙ্গলবার সন্ধ্যায় এসএসকে সড়কের আল হেলাল ভবনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লেনদেন এখন সাশ্রয়ী নিরাপদ ঝামেলাহীন এবং হাতের মুঠোয় টাকা শ্লোগানকে ধারন করে ফোর জেনারেশন ২০ হাজার গ্রাহক টেপ এন পে মেঘনা ব্যাংক মোবাইল ব্যাংকিং। কেক কেটে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম স্বপন মিয়াজী,স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।
এসময় মেঘনা ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মো: আবু নাছের, পার্টনার ডিসট্রিভিউটর মো: কাজিমুজ্জামান আশিক ও আবদুল্লাহ আল মামুন পলাশ, দৈনিক ফেনীর সময় সহকারী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারী, প্রিমিয়ার ব্যাংকের ডিপোটি ম্যানেজার মো: ফখরুল ইসলাম, মেঘনা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর রিজিওনাল সেলস ম্যানেজার তাপস দাস গুপ্ত, টেরিটরি ম্যানেজার মো: শাফায়েত হোসেন প্রমুখ উপস্থিতি ছিলেন।
এতে এক কপি ছবি ও এক কপি ন্যাশনাল আইডিকার্ডের কপি নিয়ে টেপ এন পে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টে গিয়ে সম্পূন্ন ফি একাউন্ট খোলার সুবিধা রয়েছে।
এছাড়া টাকা জমা, টাকা উত্তোলন, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, রেমিটেন্স গ্রহণ, সরকারি ভাতা, অনলাইন পেমেন্ট, কেনাকাটা ও বাস টিকিট ক্রয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।