ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে রমজানে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, তিন ব্যবসায়ীর জরিমানা

শহর প্রতিনিধিঃ ফেনীতে রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণে সোমবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম।ব্রয়লার, লেয়ার ও কক মুরগির বাজারমূল্য বৃদ্ধি করা হয়েছে অভিযোগ পাওয়া যায়।অভিযানে ফেনীর পৌর হকার্স মার্কেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরীক্ষা করে দেখা হয়। অন্যান্য বাজারমূল্য মোটামোটি স্থিতিশীল পাওয়া যায়।

এসময় রহমানিয়া পোলট্রির মালিক আব্দুল মান্নানকে (৪৫) মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩০ হাজার, সৌদিয়া পোলট্রির মালিক নুরুল ইসলাম (৪২) কে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা ও মো: ফারুক (২৮) কে একই অপরাধে ২ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। মনিটর করা হয় শহরের ভিতরের বাজার।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, জেলা মার্কেটিং অফিসার এমদাদ উল্লাহ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!