ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার নামে ফেনীতে চাঁদাবাজী করলে ব্যবস্থা-জেলা প্রশাসন

 

 

শহর প্রতিনিধি-রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার নামে চাঁদাবাজী করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফেনী জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তবর্তী টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সেবা, ত্রাণ ও আর্থিক সহায়তার নামে এ জেলার বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন, প্রতিষ্ঠান ও সমিতি উদ্যোগ গ্রহন করেছে।

ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব উদ্যোগকে অভিনন্দন জানানো হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ফেনী জেলার বিভিন্ন স্থানে এক শ্রেণীর অসাধু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে রোহিঙ্গা শরনার্থীদের ত্রাণ সহায়তার নামে নীরব চাঁদাবাজি, ব্যবসায়ী ও ভিত্তবানদের উপর চাপ প্রয়োগ করছে। বিষয়টি অনভিপ্রেত ও সম্পূর্ণ বেআইনী।

যে কোন ব্যক্তি বা সংগঠন রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রান সামগ্রী, আর্থিক সাহায্য প্রেরণ করতে চাইলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ০১৭১৩১৮৭৩০১ এর নেতৃত্বে একটি ত্রাণ সংগ্রহ, সমন্বয় ও সহায়তা কমিটি গঠন করা হয়েছে।

অসাধু ব্যক্তি/গোষ্ঠী তাদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ সহায়তার নামে নীরব চাঁদাবাজি এবং ব্যবসায়ী ও ভিত্তবানদের উপর চাপ প্রয়োগ করলে আইন প্রয়োগকারি সংস্থা কর্তৃক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!