ঢাকা অফিস: বিশ্বব্যাপী সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রচেষ্টার সাথে বাংলাদেশের সম্পৃক্ত থাকার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিঁয়ের ল্যাকরঁ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সব সময়ই জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সৈন্য ও পুলিশ সদস্য পাঠাতে প্রস্তুত রয়েছে।
“জাতিসংঘের সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতিমূলক পদক্ষেপে সহযোগিতার জন্যও তৈরি রয়েছে বাংলাদেশ।”