ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে খুদে খেলোয়াড়দের অংশ গ্রহণে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভ্যাল

শহর প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে দিনব্যাপী অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়।সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা  প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়।বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ও  জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সরকার।

স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

এ সময় অন্যান্যের মাঝে  জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক সাহেদ উদ্দিন মিল্লাত, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, হারুন উর রশিদ, বাহার উদ্দিন বাহার, আমজাদ হোসেন বিপ্লব, দীপক চন্দ্র নাথ, তৌহিদুল ইসলাম তুহিন, আশ্রাফুল আনোয়ার শিমুল, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হক উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন ক্রিকেট একাডেমী থেকে ৪০ জন খুদে খেলোয়াড় নিয়ে  দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ জন করে লাল, নীল, হলুদ ও সবুজ দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পয়েন্ট তালিকার শীর্ষে লাল দল ও নীল দল ফাইনাল খেলায় লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে ও নীল দল রানার্স আপ হয়।

প্রীতি ম্যাচে সেরা ব্যাটসম্যান শাহীন, সেরা বোলার আবিদ ও সেরা ফিল্ডার ইমন নির্বাচিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী কোচ রিয়াজ উদ্দিন রবিন জানান, ৪০জন খুদে খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে আগামীতে ১৫ জন খেলোয়াড়কে নিয়ে ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!