ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

বিলোনিয়ায় মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদন্ড

পরশুরাম প্রতিনিধি:ফেনীর বিলোনিয়া সীমান্ত এলাকায় রবিবার ভোরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আস্তানায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় পরশুরামের উত্তর বাউরখুমার ( বিলোনিয়া) চোরাকারবারির গোপন তালিকায় থাকা মোঃ মনিরের বাড়িতে অভিযান পরিচালিত হয়।তার বাড়ি থেকে ৪শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান মোঃ মনির।তার বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে অভিযান পরিচালনা করা হয় উত্তর বাউরখুমা গ্রামের ইয়াবা ব্যবসায়ী আব্দুল মান্নানের (৪৫) বাড়িতে। এ সময় ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় তাকে। আদালত আব্দুল মান্নানকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। মান্নানের বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা ৫টি মাদকের মামলা রয়েছে।

এছাড়া বিলোনিয়া সীমান্তবর্তী তালুক পাড়ার মাদক স্পট ও উত্তর বাউরখুমার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার হোসেনের আস্তানায় হানা দেয় টাস্কফোর্স টিম।
আরো অভিযান পরিচালনা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম ছুট্টু ও আব্দুল জলিলের বাড়িতে। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যান।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ টিপু সুলতান ও জেলা পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!