ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

কালিদহে বাল্য বিবাহ ও মাদককে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

সদর প্রতিনিধি :ফেনী সদর উপজেলার কালিদহে বাল্য বিবাহ ও মাদককে লাল কার্ড প্রদর্শণ করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার সকালে ইউনিয়নের এসসি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, যৌন হয়রানি ও বাল্য বিবাহকে লাল কার্ড, দেশপ্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। বিদ্যালয়ের প্রায় ৯শত শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে শপথ নেন। নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ পাঠ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শপথ পাঠ করান ফেনী মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম-মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সময় টিভির ফেনী ব্যুরো অফিসের প্রতিবেদক আতিয়ার হাওলাদার সজল, শিক্ষানুরী শাহজাহান প্রমুখ।

প্রধান অতিথি সাজেদুল সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরাই আগামী নতুন প্রজন্মের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ। তোমাদের সকলের চেষ্টায় একটি মাদকমুক্ত বাংলাদেশ পেতে পারি তাই আজ মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে যে শপথ নিলে তা মনে প্রানে রক্ষা করবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!