ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সাথে নিউইয়র্ক যাচ্ছেন নিজাম হাজারী এমপি

কথা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন।ওইদিন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক যাচ্ছেন বলে জানা গেছে। এ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে জাতিসংঘ অধিবেশনে বাংলায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য আগামী ২১সেপ্টেম্বব নিউইয়র্কের উদ্দেশ্য রওনা করবেন। তার আগে তিনি লন্ডনে যাত্রা বিরতি করবেন। সেখান থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রে জানা গেছে, ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারো রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরে এই সমস্যার সমাধানে বিশ্ববাসীর সহযোগিতায় কামনা করবেন। এছাড়া রোহিঙ্গা নিয়ে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে জন্য জোর দাবি করবেন। গত এক বছরে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য কি কি কাজ করেছে তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিয়ে বিদ্যমান সমস্যাগুলো জাতিসংঘে উত্থাপন করবেন। শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম-আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রূপান্তরের, এসডিজি মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে এর অগ্রগতিগুলো তুলে শেখ হাসিনা বক্তব্য দিবেন। নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবসহ এ অধিবেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন। এদিকে নিজাম হাজারী এমপি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!