দাগনভুইয়া প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল হত্যা মামলার প্রধান আসামী সাইদুল হক পারভেজকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মনির উজ্জ জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত,১৯ জানুয়ারী দিনগত রাতে দাগনভূইয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে নিজদলীয় নেতাকর্মীরা।এ ঘটনায় নিহতে বড় ভাই নাজিম উদ্দিন দাগনভূইয়া পৌর যুবলীগের সহ-সম্পাদক ছায়দুল হক পারভেজকে প্রধান আসামী করে দাগনভূইয়া পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, তার বড় ভাই আজিজুল হক রাসেল,শামীম, হিরো, বাহাদুর,মুজাহিদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামী করে মামলা দায়ের করে।