দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রিয় সভাপতি সাফিয়া খাতুন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড় মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম, সহ-সভাপতি কহিনুর হোসেন খান, যুগ্ম-সাধারন সম্পাদক শিরিন রুকসানা ও শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী, ত্রান সম্পাদক হোসনে আরা বেগম রানি, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমা আফরিন সুমনা, তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, নাট্য ব্যক্তিত্ব শমি কায়সার, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া আক্তার।