স্টাফ রিপোর্টার: ফেনীর স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস’র ১১ তম শো-রুম দাগনভূঞায় যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে আতাতুর্ক স্কুল মার্কেটস্থ সুইটস’র শো-রুমের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ ছালেহ আহমদ পাঠান, দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, স্টার লাইন গ্রুপের পরিচালক হাজী নুরুল আলম, মোঃ মাইন উদ্দিন ও স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লি: এর জিএম সঞ্জিব সাহা।
এ সময় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, আতাতুর্ক স্কুল মার্কেট কমিটির সভাপতি কায়সার আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।