শহর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ফেনী-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির মনোনয়ন পত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।এসময় আসনটির স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার ও হাসান আহম্মদেরও মনোনয়ন বাতিল করা হয়।
রোববার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান এ ঘোষণা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।