ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

পঁচাত্তর পরবর্তী এই প্রথম উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে

শহর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রতীক বরাদ্ধের পর থেকে ভোটের আনুষ্ঠিক কার্যক্রম শুরু হবে। দেশের মানুষ গভীর আগ্রহে শান্তিপূর্ণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা ভোট প্রদান করবে। পঁচাত্তর পরবর্তী এই প্রথম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। সংসদ নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শঙ্কা ও উৎকণ্ঠা ছিল, সেটা অনেকটাই কেটে গেছে বলে তিনি জানান।

রবিবার দুপুরে ফেনী পৌরসভা চত্বরস্থ সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের মধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করছেন, দলীয় শৃঙ্খলা মেনে নিয়ে তা প্রত্যাহার করতে বলা হয়েছে। মহাজোট সরকার আবার ক্ষমতায় এলে দলের ও জোটের যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংকট তাদের অভ্যন্তরীণ। ফলে তাদের মনোনয়ন বঞ্চিতরা গুলশান ও পল্টন কার্যালয়ে হামলা করেছে। নিজেদের সংকটের জন্য বিএনপি যদি নির্বাচন থেকে সরে যায় সরকার বা নির্বাচন কমিশনের কী করার আছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, সরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!