ফুলগাজী প্রতিনিধিঃ ফেনী-১ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামানের কাছ থেকে এই আসনে ধানের শীষে প্রতিক পেয়ে ফুলগাজী শ্রীপুরে খালেদা জিয়ার পারিবারিক কবর জিয়ারতের মধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন তিনি।
এসময় পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, ফুলগাজী উপজেলা সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু, বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী মিনার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।